1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মকবুল হোসেন কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল।। দেশ আলো কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় আহত -৪।। দেশ আলো লালমোহনে যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ঢাকাস্থ ভোলা জেলা মকবুল হোসেন কলেজ স্টুডেন্ট’স ফোরামের কমিটি ঘোষণা।। দেশ আলো আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত।। দেশ আলো রাজধানীর যাত্রাবাড়ী বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বস্তাবন্দী লাশ নিয়ে গাড়িতে ঘুরছিলেন স্বামী-স্ত্রী, তারপর… শেখ হাসিনা সরকারের আমলেই দেশের প্রতিটি খাতে উন্নয়ন হয়েছে। এমপি শাওন কোন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন থামানো যাবেনা: এমপি শাওন দেশ ও জাতির স্বার্থরক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই – এমপি শাওন

লালমোহনে সরকারি চাকরির পাশাপাশি সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি:

সফল কৃষি উদ্যোক্তা নূরুজ্জামান সরকারি চাকরির পাশাপাশি যে অন্য কিছু করা যায় না এমন ধারণাকে পাল্টে দিয়েছেন একজন শিক্ষিত উদ্যোক্তা কৃষিবিদ নূরুজ্জামান। নূরুজ্জান অফিস শেষ করে, অলস বসে না থেকে নিজেই গড়ে তুলেছেন মিশ্র ফল ও সবজির প্রজেক্ট ও গরু, ছাগল ও হাঁসের খামার।
নূরুজ্জামান ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আলহাজ্ব মোঃ আবু তাহেরের ছেলে।

জানা যায়, নূরুজ্জামান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী হিসাবে কর্তব্যরত রয়েছে। অফিসের পরে সময়টা কিভাবে কাজে লাগানো যায়। তখন তার মাথায় এলো সময়টা নষ্ট না করে জমিতে চাষাবাদের কাজে লাগানো যায়। এর পর সবজি চাষ শুরু করেন । পরে সফল উদ্যোক্তা হিসাবে স্বপ্ন দেখেন পরে সবজি চাষ করে সফলতার মুখ দেখতে পান।
এর পর তার মধ্যে চাষাবাদের আগ্রহ বৃদ্ধি পায় , পরে ওই জমিতে আলু, মিষ্টি কুমড়া, সরিষা, লাউ টমেটোসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। আধুনিক পদ্ধতিতে চাষ করায় খুব ভাল ফলন হয়। আশপাশের গ্রাম, এমনকি উপজেলা থেকেও ক্রেতারা জমিতে এসেই ফল কিনে নেন। এবং আশপাশের কয়েক গ্রামের শিক্ষিত বেকার যুবকরা আসছেন তার এ প্রজেক্ট পরিদর্শনে। তারাও চাকরির পেছনে না ছুটে এ ধরনের প্রজেক্ট করার আগ্রহ প্রকাশ করছেন।

কৃষিবিদ নূরুজ্জামান বলেন- গত বছর আমি , বিভিন্ন জাতের ফসলের আবাদে সফল হই, আমার সংসারের কিছুই বাহির থেকে কিনতে হয় না আমি সকল ধরনের চাষাবাদ করি। আমি পতিত জমিকে কিভাবে কাজে লাগানো যায়, সেই প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION