দেশআলো ডেস্ক:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এ সময় বাস থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, প্রচেষ্টা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। আজ বেলা আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। আগুন বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে ও বাসে আগুন দেখে স্থানীয় মানুষ এগিয়ে আসেন। বাসের মধ্যে থাকা যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার সময় ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বাসটির যাত্রী স্বপন মিয়া বলেন, বাসটি ষোলঘর পৌঁছানোর কিছুক্ষণ আগে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। বাসের যাত্রীরা চালককে ধোঁয়ার কারণ জিজ্ঞেস করেন। সেই সঙ্গে বাস থামাতে বলেন। তবে বাসচালক তা গ্রাহ্য না করে বাস চালাচ্ছিলেন। পরে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোল্লা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের লোকজনও আসে। যৌথ প্রচেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ ঘটনায় আগুনে পুড়ে কেউ দগ্ধ হয়নি। বাস থেকে তাড়াহুড়া করে জানালা ভেঙে নামতে গিয়ে দুই–চারজন সামান্য আহত হতে পারেন।’
Leave a Reply