স্টাফ রিপোর্টার।। বরিশাল গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আসমা জানান, ঘটনার দিন শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৫ টায় তার স্বামী ওই গ্রামের বাসিন্দা ইউসুফ সরদার আসমা বেগমের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করায় পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টায় ইউসুফ সরদার তাকে ইট ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, ইউসুফ যৌতুকের দাবিতে তার উপর প্রায় সময়ই নির্যাতন করত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply