স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোট চর কাজল গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক ট্রলি চালককে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ মার্চ) রাত ৯ টায় ডিমতলা বাজারের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম আরিফ। সে ওই গ্রামের বাসিন্দা আলতাফ ভূইয়ার ছেলে ও পেশায় একজন ট্রলি চালক। আহতকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
আহতের ভাই আরিফ অভিযোগ জানান, ঘটনার দিন শুক্রবার রাতে সে একই গ্রামের বাসিন্দা হাসান খানের ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নেছার খানের মোটরসাইকেল ভাড়া করে বাড়ি থেকে ডিমতলা বাজারে যায়। এ সময় তার কাছে নেছার ভাড়ার টাকা চাইলে টাকা ভাংতি না থাকায় একটু পরে টাকা দিবে বলে তাকে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডায় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নেছার আব্বাসকে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকারে তার ছোট ভাই আরিফ ঘটনাস্থলে গেলে তাকেও হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply