নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশবরেণ্য পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এর সফল কর্মজীবন সমাপ্তিতে বিদায় সংবর্ধনার আয়োজন করে আলহাজ্ব মকবুল হোসেন কলেজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আইয়ূব আলী।
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকবৃন্দ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় এবং পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কে ফুল এবং ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়। এরপর পর্যায়ক্রমে অধ্যক্ষ রেজাউল হাসান এবং অন্যান্য শিক্ষকমন্ডলী দেশবরেণ্য পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এর সফল কর্মজীবনের স্মৃতিচারনমূলক বক্তব্য প্রদান করেন এবং আলহাজ্ব মকবুল হোসেন কলেজের সুনাম ও খ্যাতির পেছনে তার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান তার বক্তব্যে সুদীর্ঘ কর্মজীবনের ইতিহাস শিক্ষকদের সামনে তুলে ধরে আবেগপ্রবন হয়ে পরেন। সবশেষে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply