অপু হাসান। লালমোহন ভোলা প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা দিচ্ছেন। আগামীর বিশ্বখাদ্য মন্দা মোকাবেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে বেশি বেশি খাদ্য উৎপাদনে এগিয়ে আসার অনুরোধ করেন এমপি শাওন।
বুধবার সকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন সহ আরো অনেকে।
Leave a Reply