স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধান খালী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৭ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৫ মার্চ ) সকাল ৮ টায় মরিচ বুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হিমন তালুকদার তার বাবা মোশারেফ তালুকদার, বোন জান্নাতি বেগম, পপি বেগম, ও আয়েশা বেগম । আহতদের মধ্যে হিমন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত হিমন জানান, তার ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে একই গ্রামের ইলিয়াস তালুকদার, জামাল তালুকদার, রনি তালুকদার, শহীদ তালুকদার, জাফর তালুকদার, অপু তালুকদার,জাহিদুল তালুকদার ও মায়া বেগম সহ কয়েকজনের। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সকালে তার বাবা মোশারেফ তালুকদারে কে জমিজমা নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ সময় হিমন প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ইলিয়াজ সহ অন্যান্যরা তাকে হত্যার চেষ্টায় রামদা এবং বগি দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত হিমন অভিযোগ করে বলেন, আমাকে মারার সময় আমি ডাক চিৎকার করলে আমাকে বাঁচাতে আমার বাবা মোশারেফ, স্ত্রী আয়েশা, বোন পপি বেগম, জান্নাতি বেগম সহ কয়েকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় জান্নাতের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজেরও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করে।
Leave a Reply