1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার সিপিপি’র আয়োজনে ঘূর্ণিঝড় ও ভূমিধ্বস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫২৯ জন সংবাদটি পড়েছেন।

কক্সবাজার প্রতিনিধি:

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি – সিপিপি কক্সবাজারের আয়োজনে ইউনিট টিম লিডারদের দক্ষতা অর্জনের লক্ষ্যে ঘূর্ণিঝড় ও ভূমিধস বিষয়ে কক্সবাজার উপজেলা মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিপিপির উপ-পরিচালক জনাব রুহুল আমিনের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সুরাইয়া আক্তার সুইটি, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার উপজেলা।

কক্সবাজার জেলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। দেশ বিদেশের প্রত্যেকের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই কক্সবাজার প্রাকৃতিক দুর্যোগের বিপদাপন্ন একটি এলাকায়ও বঠে। বাংলাদেশের এমন কোন দুর্যোগ নেই যা কক্সবাজারে ঘটার সম্ভবনা নেই। অধিকন্তু কক্সবাজারে কিছু দুর্যোগ আছে যা দেশের অন্য কোন এলাকায় নাই। প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় ৮৬০০ প্রশিক্ষণ প্রাপ্ত সিপিপি স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড় দুর্যোগ নিয়ে কাজ করছেন। তাদের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯ জন স্বেচ্ছাসেবক আত্মত্যাগ করেছেন। এই স্বেচ্ছাসেবকগনকে ভূমিধস (landslide) নিয়ে কাজ করানোর উদ্দেশ্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে ইউনিট টিমলিডারদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র যৌথকর্মসূচি “ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি” বা “সিপিপি” বাংলাদেশের উপকূলীয় এলাকায় ১৯৭০ সালের ঘূর্ণিঝড় পরবর্তী সময় থেকে যে কোন দুর্যোগের সময় মানবতার সেবায় কাজ করছে।

টিমলিডারগণ বর্তমান পরিস্থিতিতে মাস্ক ও সেনিটাইজারের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে এবং ভূমিধসে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য ৮ জুন টেকনাফ ও ১০ জুন উখিয়া উপজেলায় একই বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগন টিমলিডার ওয়ার্কশপে আলোচনা ও সুপারিশ গ্রহন করেন। ২০ /২২ জুন মহেশখালী উপজেলা অনুরূপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ৪ টি উপজেলায় এরুপ সুপারিশ সহ নিয়ে একটি গাইড লাইন জেলা প্রশাসন প্রকাশে সচেষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION