হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আড়াই বছর ধরে দিকহারা বরগুনা বিএনপি—কমিটি নেই, নেতৃত্ব নেই, ঐক্যও নেই। ভেতরে ভেতরে তিন ভাগে বিভক্ত দল, মাঠপর্যায়ে দ্বিধা আর হতাশা। এর মধ্যেই আলোচনায় অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশীদ—অভিজ্ঞতা, সৎ ইমেজ ও আন্তর্জাতিক স্বীকৃতির কারণে যিনি হয়ে উঠতে পারেন পরিবর্তনের মুখ।
বরগুনা জেলা বিএনপির কার্যক্রমে আড়াই বছর ধরে বলিষ্ঠ নেতৃত্বের অভাব বিরাজ করছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল কেন্দ্রীয় সিদ্ধান্তে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত হলেও নতুন কোনো কমিটি গঠন হয়নি। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে, আর নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই দ্বিধায়—‘কার সঙ্গে গেলে ক্ষতি হবে?’—এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা বিএনপির নেতারা বর্তমানে তিনটি গ্রুপে বিভক্ত—মোল্লা পরিবার, মনিরের অনুসারী ও অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশীদের সম্ভাব্য সমর্থক গোষ্ঠী। এই বিভাজন দলের কার্যক্রমকে প্রায় স্থবির করে ফেলেছে।
দলীয় অচলাবস্থার মধ্যে আলোচনায় এসেছেন কর্নেল (অব.) হারুনুর রশীদ খান। তিনি সেনাবাহিনীতে Sword of Honor প্রাপ্ত এবং ১৯৭৮–৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ADC হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে জাতিসংঘে দীর্ঘ ২২ বছর সিনিয়র পদে কাজ করে অর্জন করেছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্বীকৃতি। তিনি একমাত্র বাংলাদেশি যিনি জাতিসংঘের Bravery Award পেয়েছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, কর্নেল হারুন জেলা বিএনপির ভাঙন রোধ ও নতুন কাঠামো গঠনে সক্ষম হতে পারেন। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা, সৎ ইমেজ ও পারিবারিক প্রভাব দলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে শক্ত ভিত্তি হতে পারে।
বর্তমানে সাংগঠনিক অচলাবস্থা, দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতা ও বিভাজনে জর্জরিত বরগুনা বিএনপিতে কর্নেল হারুনুর রশীদের সম্ভাব্য নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে আশার সেতু হয়ে উঠেছে। তৃণমূল নেতাকর্মীরাও পরিচ্ছন্ন ইমেজের একজন নেতার প্রত্যাশায় রয়েছেন।
Leave a Reply