কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে কলাগাছ ও গামছা দিয়ে তৈরি একটি ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তঘেঁষা সাদুরখিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি শিশু দেহ দেখা যায়, সঙ্গে বাঁধা ছিল একটি পাতিল এবং একটি কাগজের টুকরো। কাগজে শিশুটির ছবি, নাম-পরিচয়, ঠিকানা এবং একটি মোবাইল নম্বর লেখা ছিল।
চিরকুট অনুযায়ী, শিশুটির নাম সুমীত দাস। তার পিতার নাম আকুমনি দাস এবং মাতার নাম পদ্মা দাস। ঠিকানা লেখা ছিল– ডেকাবঘাট লালবাড়ি, আসাম, ভারত।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার জানান, “শিশুটির মরদেহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় ভূখণ্ড থেকে নদীপথে ভেসে এসেছে। চিরকুটে থাকা মোবাইল নম্বর ও ঠিকানা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply