1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫০ ভোলা ৩-আসনের সাবেক এমপি শাওনের বিরুদ্ধে ২ মামলা বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত ৩ নম্বর সংকেত বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির যৌক্তিক দাবি মেনে নিলেন প্রধান উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা।। দেশ আলো বরিশাল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বিপ্লব আহমেদের ওপর সন্ত্রাসী হামলা শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

পিতা-পুত্রের জন্মদিন আজ

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৯১৩ জন সংবাদটি পড়েছেন।

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ এক যুগ ধরে কাজ করছেন এই জগতে। দর্শকদের ভালোবাসায় ছুঁয়েছেন সাফলতার আকাশ। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হাতেগোনা যে’কজন অভিনেতাকে নিয়ে সবার আগ্রহ, অপূর্ব তাদেরই একজন। তাইতো সারাবছর টিভি-অন্তর্জালে তার নাটক-টেলিফিল্মের ছড়াছড়ি।

সফল এই অভিনেতার জন্মদিন আজ। ১৯৮৫ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেছিলেন অপূর্ব। তবে মজার ব্যাপার হচ্ছে, অপূর্বের একমাত্র ছেলে জায়ান আয়াশ ফারুকের জন্মদিনও একই দিনে। অর্থাৎ আজ ২৭ জুন বাপ-বেটার জন্মদিন।

আয়াশের জন্মের পর বছরের এই একটি দিনে অপূর্ব কোন শুটিং রাখেন না। দিনটি ছেলের সঙ্গে উদযাপন করেন। আর দিনটি উদযাপনের সব পরিকল্পনা করেন তার স্ত্রী অদিতি। আগে থেকে কোন কিছু জানতে পারেন না অপূর্ব। নানাভাবে সারপ্রাইজড হন অপূর্ব ও আয়াশ।

অপূর্বের জন্ম ঢাকায়। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের শিল্পী ছিলেন। সেই সুবাদে ছোট বেলা থেকেই শোবিজের সঙ্গে সখ্য তার। ২০০২ সালে তিনি ‘ইউ গট দ্য লুকস’ অনুষ্ঠানে ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাতি অর্জন করেন। সেই থেকেই শোবিজে পথচলা অপূর্বের।

ছোট পর্দায় অপূর্বের কাজ শুরু হয় গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। তবে নাটকে অপূর্বের যাত্রা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায়। সেই নাটকের নাম ছিল ‘বৈবাহিক’। এরপর থেকে চুটিয়ে কাজ করে চলেছেন এই ইন্ডাস্ট্রিতে।

তাঁর জনপ্রিয় টিভি নাটকগুলি হল- কথা ছিল অন্যরকম, মান অভিমান, চোখের বাইরে, যা কিছু চাই এ জীবনে, মেয়েটির নাম কথা, মহানগর, চেনা চেনা লাগে, এক্স ফ্যাক্টর, খুনসুটিকে দিলাম ছুটি, চোখে আমার তৃষ্ণা, অভিমান, অপরাহ্ণ, বসন্তে এসো, ইজ ইট ইকুয়াল, ভালোবাসার ফাঁদ, সেই ছেলেটা, নিশ্চিত প্রেমের সাতটি উপায়, না বলা ডায়রি ইত্যাদি। এছাড়াও অপূর্ব কয়েকটি টিভিসি যেমন নেসক্যাফের, ল্যাব এইডের ভালো পারফরমেন্স করে।

কয়েক বছরের মধ্যে অপূর্বর সবচেয়ে আলোচিত নাটকটির নাম ‘বড় ছেলে’। ইউটিউব ভিউয়ের দিক থেকেই সবচেয়ে বেশি এগিয়ে আছে নাটকটি। এরই মধ্যে দুই কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে এটি। আজ থেকে প্রায় চার মাস আগে অপূর্ব সর্বশেষ নাটকের কাজ করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি ভুবনে পা রাখেন তিনি।
এদিকে করোনার এই ক্রান্তিকাল শুরু না হলে শিহাব শাহীনের নির্দেশনায় নূসরাত ফারিয়ার বিপরীতে অপূর্ব তার দ্বিতীয় সিনেমার কাজ শুরু করার কথা ছিল।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেশের জনপ্রিয় মডেল সাদিয়া জাহান প্রভাকে ২০১০ সালে ১৮ই আগস্ট বিয়ে করেন। তবে তাদের বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ছিল না। সাদিয়া জাহান প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। অপূর্ব সেই কথা জানতে পেরে যান। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে তালাক হয়ে যায়।

২০১১ সালে ২১ ডিসেম্বর তিনি দ্বিতীয় বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। তাদের জায়ান ফারুক আয়াশ নামে একটি পুত্র সন্তান রয়েছে।

জন্মদিন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কী আয়াশের জন্মের পর থেকে আর নিজের জন্মদিন নিয়ে কোনো রকমই প্ল্যান করা হয় না। কারণ আয়াশকে ঘিরেই যত আয়োজন থাকে। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION