সিনথিয়া ইসলাম তিশাকে হত্যার এমন হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে তাঁর বাবা সাইফুল ইসলাম আজ রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে লিখিত অভিযোগ করেছেন। ‘আপনি কি তিশার আব্বু বলছেন। হ্যাঁ বলছি। আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।’
অভিযোগে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে সাইফুল ইসলামকে এভাবেই হুমকি দেন।
আজ রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদের কাছে লিখিত অভিযোগ করে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এর আগে আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তাঁর স্ত্রী সিনথিয়া ইসলাম (তিশা) ১২ ফেব্রুয়ারি হত্যার হুমকি পেয়েছেন জানিয়ে নিরাপত্তা চেয়ে গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।
সেদিন তিনি বলেছিলেন, ৯ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলায় গেলে কিছু যুবক তাঁকে ও তাঁর স্ত্রী সিনথিয়াকে গালাগালি করেন। আবার বইমেলায় গেলে তাঁদের গুলি করে হত্যা করা হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেন। এ কারণে তিনি ডিবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।
Leave a Reply