সাইফুল ইসলাম রাফি : শাহরাস্তি (চাঁদপুর)
চাঁদপুর জেলায় কচুয়া সাচারর ইউনিয়নে
উজান ছিনিয়া গ্রামে টেকের পাড় বাড়িতে ডিস লাইন কাটা নিয়ে বাড়ি ঘর ও দোকানপাট ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা যায় গত ৫ এ মে মফিজ মিয়ে নামে এক ব্যাক্তির বাড়ির ডিসলাইন কেটে দেয় একই গ্রামের ফরহাদ। স্থানীয়রা ডিস লাইন কাটা সম্পর্কে জিঙ্গাসা করলে ফরহাদকে এলোপাথারী মার ধর করে।পরদিন স্থানীয় লোকজনের বাড়িতে সন্থাসী বাহিনী নিয়ে প্রবেশ করে ফরহাদ। এবং তাদের কয়েক জনের উপর হামলা চালায়।এতে অনেক এ আহত হয়।হামলায় আহতরা হলেন :টেকোরহাট গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো, আবু জাফর,বাবুল সওদাগরের স্ত্রী খোসনেহারা বেগম, মো. রফিকুল ইসলাম তার ছেলে ইঞ্জিনিয়ার জীবন সদাগর, শিশু সূচনা আক্তার
এবং তাদের ঘরে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। পরে আহতদের উদ্ধারর করে কচুয়া স্থ্যস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।
এ ঘঠনায় কচুয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনের অঙ্গাত আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা পেয়ে ঘঠনা স্থলে এসে পরিদর্শন করেন।
অন্যদিকে মামলার আসামী আনোয়ার হোসেন, সুমন মিয়া, শাকিল,ও নুর জাহান বেগমকে গেপ্তার করে চাঁদপুরে জেল হাজত এ পেরণ করলে তারা জামিন বের হয়ে আসেন।
কচুর সাচার পুলিশ এস আই মো: আবু হানিফ
জানান দুই পক্ষে আমাদের কাছে মামলা দায়ের করেন।আমরা দুই পক্ষের আলাদা আলাদা ভাবে মামলা দায়ের করি।তদন্ত করে প্রতোক্ষ দোষীকে গ্রেপ্তার করা হবে।
Leave a Reply