1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

চরফ্যাশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৪৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ শরিফুল আলম সোয়েব, চরফ্যাশন

চরফ্যাসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করন, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানি সহ বিদ্যুৎ বিভাগের অনিয়মের প্রতিবাদে বুধবার সকাল ১০ টায় চরফ্যাসন সদর রোডে ভোলা জেলা নাগরিক ফোরাম( বিডিসিএফ) ভোলা জেলা দক্ষিণ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমদ শুভ্র বলেন আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় মাথার ঘাম পায়ে ফেলে ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত আলাদা বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপনের জন্য কাজ করছেন৷ অথচ চরফ্যাশন বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর জন্য সে পরিশ্রম ম্লান হতে চলেছে৷ চরফ্যাসনের বিদ্যুৎ বিভাগকে ৭ দিনের আলটিমেটাম দেয়া হলো৷ অন্যথায় আজকের যে সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনের আয়োজন করেছেন তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী, ভোলা জেলা নাগরিক ফোরাম(দক্ষিণ) কমিটির সভাপতি
এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক চরফ্যাসন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত,এম আমির হোসেন,ভোলা জেলা নাগরিক ফোরামের(দক্ষিণ) সাধারন সম্পাদক প্রভাষক ইয়াহ ইয়া ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,জলবায়ু ফোরামের সিনিঃ সহসভাপতি মনির আসলামী, সহ সভাপতি মোঃকামরুল হাসান সাজু,
আওয়ামী ততরুণ প্রভাষক ঐক্যের সভাপতি প্রভাষক শরিফুল আলম সোয়েব,
মোঃরফিকুল ইসলাম বাবুল স্যার, প্রভাষক মোঃনুরুল ইসলাম মনির, সহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন শ্রেনী পেশাজীবির শতশত মানুষ আয়োজিত মানববন্ধনে অংশ নেন।

অসহনীয় দূর্ভোগে বিক্ষুদ্ধ উপস্থিত উপস্হিত জনতা মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করেন৷
উক্ত মানববন্ধনে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি,
টিম চিলেকোঠা,শান্তি সমাজ কল্যান সংস্হা উপজেলা জলবায়ু ফোরাম সহ কয়েকটি সামাজিক সংগঠন অংশ নেয়।
মানব বন্ধন সমাবেশে বিদ্যুত সমস্যা নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, প্রভাষক মনির উদ্দিন চাষী,কাউন্সিলর আকতারুল আলম সামু টিম “চিলোকোঠার ” উপদেস্টা নাদিম হোসেন খাঁন।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ)জেলা কমিটির সভাপতি এম আবু সিদ্দিক।
মানববন্ধন সমাবেশে আগামী ১৬ আগস্টের মধ্যে বিদ্যুত বিভাগের অনিয়ম আর সীমাহীন দূর্ণীতির প্রতিবাদে আল্টিমেটাম দেয়া হয়।
উক্ত সময়ের মধ্যে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিতকরণ এবং ভৌতিক বিদ্যুতবিল ও অহেতুক মনগড়া বিবিধ চার্জ প্রথা বাতিলের দাবি উল্থাপন করা হয়।
নিদিস্ট সময়ের মধ্যে বিদ্যুত কর্তৃপক্ষ গ্রাহকদের নিরবচ্ছিন্ন দিতে ব্যর্থ হলে আন্দোলন কমিটির পক্ষ থেকে কর্মকর্তা- কর্মচারিদের অফিস অবরুদ্ধ ঘেরাও কর্মসূচীর আল্টিমেটাম জানিয়ে দেয়া হয়।
এরপর সংগঠনের নেতৃবৃন্দ চরফ্যাসন আবাসিক বিদ্যুত প্রকৌশলীকে অবহিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তার বরাবরে দ্রুত ব্যবস্হা গ্রহনের জন্য স্মারকলিপি পেশ করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিন নাগরিক সমাজের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION