1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

বিশ্ব নদী দিবস আজ

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮১ জন সংবাদটি পড়েছেন।

নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষের মধ্যে নদী ভাবনা তৈরি করতে আজ রবিবার আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’

বিভিন্ন সংস্থা ও পরিবেশবাদী জোট বাংলাদেশেও দিবসটি পালন করছে। এর মধ্যে ১২টি সংস্থার যৌথ আয়োজনে এবার জাঁকজমকভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাগুলো হচ্ছে- বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা নদী গবেষণাগার, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, রিভার বাংলা, দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাবস বাংলাদেশ, হালদা নদী রক্ষা কমিটি, জিবিএম বেসিন বেইজ্ড পিপলস নেটওয়ার্ক, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন, ক্লিন রিভার বাংলাদেশ এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছিলেন। ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি।

২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। একে সমর্থন জানিয়ে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে, যা দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে।

বর্তমানে দেশে নদ-নদী রক্ষায় কাজ করছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে নদীর পানির প্রবাহ ঠিক রাখা ও দখল রোধে প্রধান দায়িত্ব পালন করে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ড। নদীপাড়ের বন্দরগুলো দেখভালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়ের। আর নদীর দূষণ ঠেকানোর কাজে রয়েছে পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ নদীর দখল ও পরিবেশদূষণ ঠেকাতে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে। যাদের নেতৃত্বে নদী রক্ষায় সমন্বিত প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করেছি, দখলদারদের তালিকা করেছি। সকল জেলায় এখন উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। একটি জবাবদিহিতার জায়গা নদী রক্ষা কমিশন। সবার সহযোগিতা পেয়েছি। দেশের প্রচুর মানুষ নদী নিয়ে কাজ করছে। তাদেরকে সংগঠিত করাই কমিশনের কাজ। নদীর প্রবাহ বাধা দিলেই বিচার হবে, ১৮৯৮ সালেই আইন ছিল। আরও অনেক আইন আছে। কিন্তু আইনগুলোর ব্যবহার, প্রয়োগ প্রায় ভুলে গেছেন প্রয়োগকারীরা। আদালত এই কাজ সহজ করে দিয়েছে। সংস্থাগুলো নড়েচড়ে বসছে।’

তিনি আরও বলেন, ‘নদীর আশেপাশে প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাদের কাছে আসতে হবে। নদীর ক্ষতি হলে সেই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। নদী বাঁচানো সংসদীয় কমিটির সদস্যদের এটি ফান্ডামেন্টাল জব। তাদেরকেই এই কাজ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION