1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৮৭৫ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

এসময় কলেজ অডিটরিয়ামে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধাগণের ধারণকৃত সাক্ষাৎকার প্রদর্শনী, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা, স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান বলেন, আজকের এই দিন এবং এই বছরটি বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ এর ২৬ শে মার্চের সকাল আর ২০২১ এর ২৬ শে মার্চের সকাল তাৎপর্যগত ভাবে এক হলেও ইতিহাসগত ভাবে কোনভাবেই তুলনা করা যায় না।

১৯৭১- ৭৫ নতুন একটি দেশে ধ্বংসস্তূপ, ক্ষুধা, দারিদ্র এগুলো যখন মোকাবেলা করছিলেন বাংলাদেশের স্থপতি শেখ মজিবুর রহমান। ঠিক তখনই এদেশকে এবং বঙ্গবন্ধুকে যারা মেনে নিতে পারেনি, যারা ছিলেন পাকিস্তানি দোষর তারা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে জাতির পিতা ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করে।

প্রফেসর রেজাউল হাসান বলেন, আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি যিনি ১৯৯৬ সালে দীর্ঘ পথ পরিক্রমার মাধ্যমে সরকার গঠনে সমর্থ হয়েছেন এবং জাতির পিতার অসমাপ্ত কাজ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন।

এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ফারুক খান, সহযোগী অধ্যাপক সরকার আজিজুন নাহার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমূখ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শাহিদা বেগম, অধ্যাপক রোজিনা ইয়াসমিন, অধ্যাপক আইনুন্নাহার সুলতানা, অধ্যাপক শাহীনা বেগম, সহযোগী অধ্যাপক মোত্তাশিদা খানম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সফিউদ্দিন বিশ্বাস, সহযোগী অধ্যাপক আব্দুল হাই সরকার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেহানা বেগম প্রমূখ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

এদিকে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকার আদলে লাল ও সবুজ রঙের আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। পাশাপাশি স্বাধীনতা ও জাতীয় দিবসের সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো কলেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION