1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

করোনাকালে কিন্ডারগার্টেনের ৬ লাখ শিক্ষক কর্মচারীর করুণ দশা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৮৪১ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিবেদকঃ

বন্ধ দেশের সকল স্কুল, কবে খুলবে জানা নেই কারও। শিক্ষার্থী নেই, তাই বেতনও নেই শিক্ষকদের। বন্ধ স্কুলগাড়ির চাকা, ধুলোপড়া খেলার সামগ্রী। নিরব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিভৃতে নিঃস্ব করে দিচ্ছে প্রায় ৬ লাখ শিক্ষক কর্মচারীকে।

গত ১৬ মার্চ থেকে একযোগে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ৪ দফা বেড়েছে বন্ধের মেয়াদ। সম্প্রতি সীমিত পরিসরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও আগামি সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলো বন্ধ রাখার ইঙ্গিত মিলেছে। স্কুল মালিকরা বলছেন, শিক্ষকদের বেতন তো দূরের কথা, বাড়ি ভাড়া দিতে না পারায় স্কুলই বন্ধ করে দিতে হচ্ছে তাদের। বেঁচে থাকতে সরকারের সহযোগিতা চান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৫৫ হাজার বেসরকারি ও প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আর্থিক সংকটে আছে। এগুলোর মধ্যে ৪০ হাজারই কিন্ডারগার্টেন (কেজি) স্কুল। কেজি স্কুলগুলোয় ৬ লাখ শিক্ষক-কর্মচারী আছেন।

কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে সম্প্রতি সংবাদ সম্মেলন করা হয়। সেখান থেকে তারা এসব স্কুলের জন্য ৫শ’ কোটি টাকা প্রণোদনা চেয়েছে। এতে বলা হয়, তাদের প্রতিষ্ঠানগুলো সবই ভাড়া বাড়িতে চলে। ওই ভাড়া এবং শিক্ষকদের বেতনের সংস্থান হয় টিউশন ফি থেকে। বর্তমান পরিস্থিতিতে তারা প্রণোদনা চাচ্ছেন, যা আগে কখনও চাননি।

(প্রতিকী ছবি)

কিন্ডারগার্ডেন পরিচালনা করা এক প্রিন্সিপাল হাসিনা আক্তার বলেন, এরইমধ্যে বাড়িওলারা নোটিশ দিয়েছে বাড়ি ছেড়ে দেয়ার জন্য। আমরা এখন বাড়ি ছেড়ে দিলে ছাত্রছাত্রীদের ভবিষৎ কী হবে?

বরিশাল আইডিয়াল ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নাদিরা আহমেদ মিলি বলেন, আমরা বেসরকারি শিক্ষকরা ভাল টিচিং দিয়েও মূল্যয়ন পাইনা। তাছাড়া বেতনও নামমাত্র। এখন সেটাও পাচ্ছি না। স্কুল বন্ধ থাকায় মার্চ মাস থেকে এ পর্যন্ত কোন বেতন পাইনি। সরকারি স্কুলের শিক্ষকরা এর মধ্যে বেতন পেলেও বঞ্চিত কিন্ডারগার্টেন শিক্ষকরা। তাই ঈদের আগে সরকারের বিশেষ প্রণোদনার দাবী করেন এই শিক্ষিকা।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মহাসচিব মিজানুর রহমান বলেন, শিক্ষিত মানুষগুলো কারও কাছে সাহায্য চাইতে পারে না। আবার উপার্জনও করতে পারছে না। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বলেছেন, সাধারণ ছুটির সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোজা ও ঈদের ছুটিও চলছে। এরপর গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৬ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এর আগেই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনোভাবেই স্কুল খোলার সম্ভাবনা নেই।

দেশের প্রায় ৩০ ভাগ প্রাথমিক শিক্ষার চাহিদা পূরণ করে কিন্ডারগার্টেন স্কুলগুলো। দীর্ঘসময় এ অবস্থা চলতে থাকলে ৮০ভাগ স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION