1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন

নির্বাচিত বিশেষ ঈদ আয়োজন

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৭১৬ জন সংবাদটি পড়েছেন।

 

ঈদ মানেই চ্যানেলে চ্যানেলে বর্ণাঢ্য অনুষ্ঠান। করোনার এদিনেও প্রতিটি চ্যানেল ঈদ উপলক্ষে সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি। প্রতিবারের মতো এবারও টিভিগুলো নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ করছে অন্যান্য আয়োজন। তবে এত এত অনুষ্ঠানের ভিড়ে ভালো আয়োজন খুঁজে পাওয়া মুশকিল। তাই দর্শকদের সুবিধার্থে শোবিজ প্রকাশ করছে নির্বাচিত অনুষ্ঠানের হাইলাইটস।

বিটিভিতে এবার ভিন্নধর্মী ইত্যাদিঃ
ঈদ আর ঈদের ইত্যাদি দুটি যেন একই সূত্রে গাঁথা। তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনাভাইরাস, যে অদৃশ্য ভাইরাসের কারণে সব কিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। এবারের ব্যতিক্রমী ইত্যাদি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে। ইতিপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে এবারের ইত্যাদির বিশেষ পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

এটিএনবাংলাঃ বরেণ্য নির্মাতা হানিফ সংকেত পরিচালিত নাটক ‘দূরত্বের গুরুত্ব’ প্রচার হবে ঈদের দিন রাত ৮-২০ মিনিটে। ঈদের দিন থেকে দশম দিন সন্ধ্যা ৬ টায় প্রচার হবে ১০পর্বের বিশেষ সেলিব্রেটি শো ‘ঈদ আড্ডা’, ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ৯-২০ মিনিটে প্রচার হবে নাটক ‘আনন্দ ভ্রমণ’, ঈদের পরদিন, রাত ১০-৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’, ঈদের দিন, রাত ১০-৩০ মিনিটে ইভা রহমানের ‘মনের কথা’, ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত সকাল ১০-৩০ মিনিট ও বেলা ৩টায় চলচ্চিত্র প্রচার হবে, ঈদের চতুর্থ দিন, রাত ১০-৩০ মিনিটে মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমার ঐ হৃদয় জুড়ে’ প্রচার হবে, ঈদের ৫ম দিন, রাত ১০-৩০ মিনিটে সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘উড়ছে মেঘের দল’ প্রচার হবে, ঈদের ষষ্ঠ দিন রাত ১০-৩০ মিনিটে প্রচার হবে নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘কেন তুমি চলে গেলে’ এবং ঈদের ৭ম দিন থেকে দশম দিন পর্যন্ত রাত ১০-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’।
বৈশাখী টেলিভিশন : ২০টি নাটক ও ৭টি চলচ্চিত্রসহ নানা অনুষ্ঠান প্রচার করবে বৈশাখী। নাটকগুলোর মধ্যে ৭টি একক, ৭টি মেগা এবং ৭টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকগুলোর মধ্যে রয়েছে টিপু আলম মিলনের গল্পে জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি অভিনীত ‘আমি রেকর্ড করতে চাই’, আনন জামানের রচনায়, শুদ্ধমান চৈতনের পরিচালনায়, শ্যামল মওলা, শশী অভিনীত ‘কালো গোলাপ’ অন্যতম। এছাড়াও রয়েছে নানা চমক লাগানো অনুষ্ঠান।

চ্যানেল আইঃ ঈদ-উল-ফিতরে চ্যানেল আইতে ৮ দিন ধরে অনুষ্ঠান প্রচার হবে। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের ৭ চলাচ্চিত্র ও ৪ টেলিফিল্মসহ ১০ টেলিফিল্ম, নতুন ১৬ নাটক ও আফজাল হোসেন ও অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক ‘রেখা’, ‘কৃষকের ঈদ আনন্দ’, ফেরদৌস আরার একক সঙ্গীতানুষ্ঠান, বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় দুই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সালাহউদ্দিন লাভলুর স্পেশাল আয়োজন।

মাছরাঙাঃ ঈদের দিন সন্ধ্যা ৭-৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এখানে তো কোন ভুল ছিলনা’, দ্বিতীয় দিন ‘আজও তুমি আর আমি’, তৃতীয় দিন ‘মেঘ ডুবি’, চতুর্থ দিন ‘দ্য মিরর’, পঞ্চম দিন ‘মনে মনে’, ষষ্ঠদিন সন্ধ্যা ৭-৩০মিনিটে প্রচার হবে সজল আলী কাইজেন রচিত ও পরিচালিত টেলিফিল্ম ‘ভালবাসায় ভুল ছিলনা’ এবং সপ্তম দিন ‘জমজ জামাই’। হানিফ পালোয়ান রচিত ও পরিচালিত ৭ পর্বের ধারবাহিক নাটক ‘গোয়েন্দা নুরু’ প্রচার হবে রাত ১০-৩০মিনিটে, ঈদের পরদিন রাত ৯টায় একক নাটক ‘নীল মেঘের কাব্য’, ঈদের দ্বিতীয় দিন রাত ৯টায় একক নাটক ‘ডিস্ট্রিক লিডার’, ঈদের তৃতীয় দিন রাত ৯টায় ‘এইতো আমি আছি’, চতুর্থ দিন রাত ৯টায় ‘যদি আরেকটু সময় পেতাম’, পঞ্চম দিন ‘স্বাদে আহ্লাদে’, ষষ্ঠদিন ‘অনুভবে অন্তরে’ এবং সপ্তম দিনে রাত ৯টায় প্রচার হবে ‘দুই ভাই ফান্দে’।

চ্যানেল নাইনঃ আমাদের গল্প [রাত ৮টা ৩০ মিনিট] : প্রবাসী তারকাদের নিয়ে শো। অতিথি টনি ডায়েস। উপস্থাপনা নওশীন।

দেশ টিভিঃ ঈদের বিশেষ ধারাবাহিক ‘বাঘবন্দী- দ্য মাইন্ড গেইম’ প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, আলী যাকের, মেহজাবিন, শহিদুজ্জামান সেলিম, জামান, খসরু, মিশু সাবি¦র, বৃষ্টি প্রমুখ। ঈদের ৭ দিন রাত ৯টায় নাটকটি প্রচার হবে । এছাড়াও রয়েছে নানা অনুষ্ঠান।

একুশে টিভি : একুশে টিভিতে প্রতিদিন সকাল ৮টায় প্রচার হবে মোশাররফ করিমের ‘দাদার দ্যাশের জামাই’ সকাল ৮-৩০মিনিটে চঞ্চল চৌধুরীর ‘পোস্টমর্টেম’, ঈদের দিন বেলা ১২-০৫মিনিটে একক নাটক ‘প্রি হানিমুন’ রাত ৮টায় ‘কোপ’, রাত ১০টায় ‘কিলার’, রাত ১১টা ২০মিনিটে ‘তারা তিনজন ফুচকা বিলাস’, প্রতিদিন সন্ধ্যা ৬-২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ওয়ান গার্ডেন টু ফ্লাওয়ার্স’, ৭-২০মিনিটে ধারাবাহিক নাটক ‘ভেজাল গ্রাম ভেজাল মানুষ’, রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক ‘ফাইস্যা গেছে বাপ বেটা’।

নাগরিক : ঈদের দিন বেলা ১১টায় প্রচার হবে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে ‘কেয়ামত থেকে কেয়ামত’, তৃতীয় দিন সন্ধ্যায় টেলিভিশন প্রিমিয়ার হবে ‘নারীর মন’, ঈদের ৪র্থ দিন বেলা ৩টায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’, ঈদের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম দিন প্রচার হবে ‘হিটম্যান’, ‘পিতা মাতার আমানত’, ‘চাচ্চু’, ‘দুই বধু এক স্বামী’, ‘ভন্ড’, ‘মনের সাথে যুদ্ধ’। এছাড়া প্রতিদিন রাত ১০-৫০ মিনিটে প্রচার হবে ‘স্পাইডারম্যান’, ‘স্পাইডারম্যান-২’, ‘টার্মিনেটর সালভেশন’, ‘টার্মিনেটর-৩’, ‘চার্লিস অ্যাঞ্জেলস-১’, ‘চার্লিস অ্যাঞ্জেলস-২’ এবং ‘দ্য মাস্ক অব জরো’। ঈদের দিন থেকে সপ্তম দিন রাত ৯-৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাসর রাত; স্বপ্নযাত্রা’, রাত ১০-১০ মিনিটে প্রচার হবে ‘পাংকু মাস্টার’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION