1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদ

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৭৮ জন সংবাদটি পড়েছেন।

 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার দেশের কিছু জায়গায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনাজপুর, চাঁদপুর, বরগুনাসহ কয়েকটি জেলায় ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

বরিশাল
বরিশাল জেলার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। তারা সবাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী। এবার করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা ঈদ উদ্‌যাপন করছেন ।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজিবাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা দেলোয়ার হোসেন নামাজে ইমামতি করেন।
নামাজ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এক অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রাম, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামসহ মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে, যেখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর
চাঁদপুরের ৪০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোববার পালন করছে পবিত্র ঈদুল ফিতর। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদীয়া ফাজিল মাদ্রাসায় সকাল পৌঁনে ১০ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী।

চাঁদপুরে যেসব গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, সে সব গ্রামগুলো হলো: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী,মুন্সিরহাট, মূলপাড়া, গল্লাক, আইটপাড়া, বদরপুর, ভুলাচোঁ, সোনাচোঁ, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোল্লা, হাঁসা ও চরদুখিয়া। পাঁচআনী কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর গ্রামে। শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের অংশ বিশেষ।

নারায়ণগঞ্জ
সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকালে হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ পড়ে।

নামাজ শেষে করোনা ভাইরাস প্রতিরোধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে দোয়া করা হয়। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সাথে কোলাকুলি থেকে সবাই বিরত থাকেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

দিনাজপুর
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের ১০টি গ্রামে সহস্রাধিক মানুষ রোববার ঈদের নামাজ আদায় করেছে।

দিনাজপুরের পার্টি সেন্টারে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে।এখানে ইমামতি করেন, মাওলানা সাইফুল ইসলাম। পৃথকভাবে মহিলাসহ এই ঈদ জামাতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়।

অন্যদিকে জেলার চিরিরবন্দর, বিরামপুর, কাহারোল ও বিরলেও অনুষ্ঠিত হয়েছে আগাম ঈদের জামাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION