আব্দুল্লাহ আল হাসিব: আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ এবং মাস্টার্স (ফাইনাল) এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রবিবার (৫ মে) কলেজের দ্বিতীয় ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অনার্স প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজের “কলা ও সামাজিক বিজ্ঞান” অনুষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম এবং মাস্টার্স প্রোগ্রামে সভাপতিত্ব করেন “ব্যবসায় ও বিজ্ঞান অনুষদের” চেয়ারম্যান মোঃ শফিউদ্দীন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের একাডেমিক উপদেষ্টা প্রফেসর পুরঞ্জয় বিশ্বাস এবং প্রধান অতিথি ছিলেন মাননীয় অধ্যক্ষ জনাব আ ফ ম রেজাউল হাসান। আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকমন্ডলী এবং নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরিচয়পর্ব রাখা হয়। পর্যায়ক্রমে অতিথিবৃন্দ এবং সভাপতি তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। আলহাজ্ব মকবুল হোসেন কলেজের স্বর্ণালী ইতিহাস বর্ণনা করেন এবং পাঠ পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তারা প্রত্যেকেই নবীনদের স্বপ্নজয়ী হওয়ার আহবান জানান এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরনে তাদের পাশে থাকার অঙ্গীকার করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করা হয়। অতঃপর শিক্ষার্থীদের মাঝে নাস্তা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরন বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply