স্টাফ রিপোর্টার: আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ক্যাম্পাসের সামনে অবৈধভাবে ফুতপাত দখল করে প্রকাশ্য চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মো: আল আমিন ওরফে ভ্যাগা আল আমিন এবং মো: মনতাজ আলী মিলন ওরফে কাল্লু মিলন নামে দুই ব্যক্তি কলেজ ক্যাম্পাসের আশেপাশের ফুটপাতের দোকান থেকে অবৈধভাবে মাসিক লক্ষাধিক টাকা চাঁদা তুলে চলেছে। এদিকে মনতাজ আলী মিলন ওরফে কাল্লু মিলনের নামে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক দোকান ব্যাবসায়ী বলেন, আমার ছোট দোকান, যা ইনকাম হয় তার থেকে প্রতিদিন একশত থেকে দেড়শত টাকা চাঁদা দিয়ে চলতে হয়। চাঁদা না দিতে চাইলে মারধর সহ নানা হয়রানির স্বীকার হতে হয়।
আরেক ব্যাবসায়ী বলেন, আগে আমরা মাসিক হিসেবে চাঁদা দিলেও এখন প্রতিদিনই চাঁদা দিতে হয় যা আমাদের মতন ছোট ব্যাবসায়ীদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে আরও জানা যায়, তাদের নেপথ্যে রয়েছে একালার স্থানীয় কিশোর গ্যাং। যাদের ছত্রছায়ায় প্রকাশ্য চাঁদাবাজি করে আসছে এরা।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও তাদের এসব অপকর্মে স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকা সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরী করছে। প্রশ্ন উঠছে পুলিশের ভুমিকা নিয়েও। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে এমন চাঁদাবাজি বন্ধে প্রশাসনের তৎপরতায় কার্যকর উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছেন এখানকার ভুক্তভোগী ব্যাবসায়ী ও দোকান মালিকরা।
Leave a Reply