অনলাইন ডেস্ক: ঝালকাঠি জেলার রাজাপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে মাঠে নেমেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) বিকালে রাজাপুর বাইপাস মোড় সহ বিভিন্ন এলাকায় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে যানবাহন ও মোটর সাইকেলে তল্লাশি চালিয়েছে পুলিশ।
এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন,সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিহিন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা তেলের পাম্প মালিকদেরকেও হেলমেট ছাড়া জ্বালানি না দেয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি।পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না।এছাড়াও কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply