আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মকবুল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) আলহাজ্ব মকবুল হোসেন কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে দিনের শুরুতে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বিনম্র শ্রদ্ধায় মরহুমকে স্মরণ করেন এবং প্রতিষ্ঠানের প্রতি তাঁর অকৃতিম ত্যাগ ও অবদান সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি “আলহাজ্ব মকবুল হোসেন তাঁর সুদীর্ঘ সফল কর্মজীবনে আলহাজ্ব মকবুল হোসেন কলেজসহ অসংখ্য সৃষ্টিকর্ম রেখে গিয়েছেন এবং তিনি তাঁর কর্মের মাঝে আজীবন জীবন্তসত্বা হয়ে বেঁচে থাকবেন” এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছেন অত্র কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং জুম্মার নামায শেষে প্রায় দু’হাজার অসহায়-দরিদ্র মানুষের মাঝে তবারক বিতরনের মাধ্যমে দিবসটির অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রসঙ্গত, আজ থেকে চার বছর পূর্বে ২০২০ সালের ২৪মে প্রয়াত প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেন করোনা আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেন।
Leave a Reply