স্টাফ রিপোর্টার: লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন ৩১৫ বি২, বাংলাদেশ লিও জেলার ২৭তম বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১মে) দুপুর তিনটায় রাজধানীর খামার বাড়ি সংলগ্ন আ.কা মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিধান চন্দ্র দে অনুষ্ঠানের চেয়ারম্যানের হিসাবে ছিলেন, কো চেয়ারম্যান ছিলেন রুহুল আমিন সরকার, সেক্রেটারি আনিকা ইসলাম অদিতি এবং ট্রেরেজার ডা.মোঃ রশীদ মুজাহিদ।
এসময় অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর লায়ন্স নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
লিও সম্মেলনে ঢাকা পূর্বাচল লিও পরিবার বিজয় অর্জন করে। লিও বছরে লিও জেলায় ১ম স্থান অর্জন করে ঢাকা পূর্বাচল লিও ক্লাব এবং ৩য় স্থান অর্জন করে ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব।
ঢাকা পূবাচল লায়ন্স পরিবারে দুটি লিও ক্লাব রয়েছে।
১. ঢাকা পূর্বাচল লিও ক্লাব স্পন্সর লায়ন্স ক্লাব অফ ঢাকা পূর্বাচল এবং ২.ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব স্পন্সর লায়ন্স ক্লাব অফ ঢাকা পূর্বাচল রাইজিং স্টার।
এই ক্লাব দুটি ২০২৩-২৪ বছরে বিভিন্ন ধরনের সেবা মূলক প্রোগ্রাম করে গেছে। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন, বৃক্ষ রোপণ, চক্ষু সেবা, ডেঙ্গু সচেতনতা, ফল উৎসব সহ অনেক প্রোগ্রাম করেছে।
ঢাকা পূর্বাচল লিও পরিবার লিও জেলায় সবসময় সেরা সম্মান পেয়ে আসছে। লিও জেলায় ঢাকা পূর্বাচল লিও ক্লাব ১ম স্থান এবং ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব ৩য় স্থান অর্জন করে।
লিও ইয়থ ক্যাম্প উচ্ছ্বাস ২০২৪ এ পূর্বাচল লিও পরিবার বিজয় নিয়ে আসে। ঢাকা পূর্বাচল লিও ক্লাব ১ম এবং ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব ৩য় স্থান অর্জন করে। সকলের ভালোবাসায় পূর্বাচল লিও পরিবার সামনের দিকে এগিয়ে যাবে।
লিও জেলা ৩১৫ বি২, বাংলাদশ এ এবার লিও জেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫ টি লিও ক্লাবের ভোটাররা ভোট দিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন পারভেজ,
সহ- সভাপতি হয়েছেন রিয়াজ হাসান।
জেলা সেক্রেটারি ও ট্রেরেজারের নাম ঘোষনা করা হয়
সেক্রেটারি:আরফান খান, ট্রেরেজার: আবির আহমেদ।
এদিকে জেলার নব নির্বাচিত নেতাদের ফুলের শুভেচ্ছা জানান ঢাকা পূর্বাচল লিও ক্লাব এবং ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাবের প্রেসিডেন্ট আলি আফসার সায়র ও মাহমুদুল হাসান।
প্রসঙ্গত, লিও ক্লাব হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন। সংগঠনটির মাধ্যমে একজন লিও শিক্ষা গ্রহন করে কিভাবে নেতৃত্ব দিয়ে সমাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হয়।
Leave a Reply