স্টাফ রিপোর্টারঃ আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বরিশাল নগরীর ব্লাক কুইন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল মহানগর ক্লাবের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল মহানগর ক্লাবের উপদেষ্টা বৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মো: সাদ ইসলাম বলেন, হাঁটি হাঁটি পা পা করে বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাব আজ চতুর্থ বর্ষে পা রাখছে। এই শুভলগ্নে আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার অনুপ্রেরণা।
ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। আমি আশা করি, সকলের সহযোগিতায় বরিশাল মহানগর ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানে এ বছরের সেরা সংগঠক হিসেবে মনোনীত হন বরিশাল মহানগর ক্লাবের সম্মানিত দপ্তর সম্পাদক জিহাদ তালুকদার। এসময় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply