নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বর্নাঢ্য মিছিল ও সমাবেশ হয়েছে। সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর শাখা।
আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্যে রাখেন প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, রিয়াজ খান মিলটন, রিয়াজুর রহমান রিয়াজ প্রমুখ। সমাবেশ শেষে নগরে মিছিল করা হয়।
এর আগে, নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দেয়। এছাড়াও সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলার সভাপতি নিজামুর রহমান নিজাম। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামরুল আহসান প্রমুখ। সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে তারাও র্যালি করেন।
Leave a Reply