স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে মহানগর ছাত্রদল। সোমবার (১৬ ডিসেম্বর) বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিজয় র্যালি পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া সহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় দিবস উদযাপন করছি। তবে গন অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।
এসময় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply