অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লালমোহন পৌরসভার ১০ ওয়ার্ড থেকে আটক করে। আটককৃত ঐ এলাকার বজলু মাতব্বর এর ছেলে রাসেল মাতব্বর (২৬)।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাতে স্থানীয় ছাত্রদের মাধ্যমে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহমুদুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে, পৌরসভার ১০ ওয়ার্ডের পৌরসভা গেইট এলাকার মাতব্বর বাড়ি থেকে আটক করা হয়।
এ-সময় তার কাছে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি পরবর্তীতে তার কথা অনুযায়ী তার ঘর থেকে একটি ৫০০ গাজার পোটলা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা মুল্য প্রায় ২০ হাজাট টাকা।
এছাড়াও আসামি রাসেলের বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে, দীর্ঘদিন সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এড়িয়ে চলত।
শনিবার সকালে তাকে ভোলা আদালতে পাঠানো হয়।
Leave a Reply