নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ জমকালো আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১ জানুয়ারি) বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়। দুপুরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আকিব হোসেন ইমরান এবং সদস্য সচিব ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আরিফুর রহমান শিমুল শিকদার, আবদুল করিম হাওলাদার, আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, কৃষি ইনস্টিটিউটের সাবেক ভিপি জুয়েল বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিমন, আরিফুর রহমান ইরান, মেহেদী আসলাম খোকন, হানিফ তালুকদার লিটন, আমিনুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রাজন শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হাসান সজিব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, মাসুম রেজা রুবেল, রাসেল সরদার, ফারুক শিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিন হোসেন রেজা, জুবায়ের আহমেদ, রাকিবুল ইসলাম কবিরাজ, নিয়াজ মোরশেদ, বিপ্লব মিস্ত্রি, ওয়াশিকুর রহমান বাপ্পি, উপজেলা ছাত্রদল নেতা মুন্না শিকদার, বেলাল হোসেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আসিফ শিকদার, কলেজ ছাত্রদল নেতা সাগর আহমেদ, সিয়াম, শাকি, সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব সজল হোসেন, মারুফ হৃদয়, ছাত্রদল নেতা সোলায়মান হোসেন, কৃষি কলেজ ছাত্রদল নেতা সালমান মাহমুদ, গোলাম রাকিব, রাফি, তুষার প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রদলের আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদাউস খান, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সজিব, সাধারণ সম্পাদক রুমান শিকদার, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের সাইদুল ইসলাম, বুলবুল হোসেন, শাকিল আহমেদ, মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ রানা, যুগ্ম সম্পাদক শাওন সরদার, সাংগঠনিক সম্পাদক ভিপি আল-আমিন, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বিশ্বাস, রবিউল ইসলাম, শুভ, শাকিল, মিরাজ, আগরপুর ইউনিয়ন ছাত্রদলের সারোয়ার হোসেন, নাবিদ হাসান শান্ত, পলাশ হোসেন, জালাল আহমেদ, আতিক, কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির দুয়ারী, প্রিন্স রায়হান, সানি মীর, শাহাদাৎ হোসেন সহ অন্যান্যরা। এছাড়াও ছাত্রদলের উপজেলা কমিটি, ৬ ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড পর্যায় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ছাত্রদলের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং কলেজ কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
পরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ থেকে ছাত্রদলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাবুগঞ্জ ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply