বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যুর হার কোনো কোনো দেশে কমলে অন্য অঞ্চলে বেড়ে যাচ্ছে, আর প্রতিদিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ।
মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৭ হাজার ৮৭৩ জনে। আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৮৮ হাজার ৩৫৬ জন। অপরদিকে ২৩ লাখ ৬৫ হাজার ৭১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২৫ মে) একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হন ৯০ হাজার ১৮৪ জন, মৃত্যু হয়েছে ৩০৯৬ জনের। করোনাভাইরাস নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৮০৫ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৬৭০ জন।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত পাঁচ মাসে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।
Leave a Reply