ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তমের কাছে অবস্থিত এলজি পরিমারস ইন্ডিয়া নামের একটি কারখানার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানার প্লান্ট থেকে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটে।
ভারতের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বিজয় চাঁদের উদ্ধৃতি দিয়ে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক খবরে জানিয়েছে, পলিমার প্ল্যান্ট থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত আটজন মারা গেছে। মৃতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার পর বহু মানুষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ পর্যন্ত প্রায় হাজার খানেক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Leave a Reply