নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক আনজুমান আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, রোববার (১৪ জুন) রাতে এমপি মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নড়াইল শহরের বাড়িতেই তার চিকিৎসা চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুধু মাশরাফির শাশুড়িই নন, তাঁর শ্যালিকা রিপার মেয়ে আগামীও আক্রান্ত হয়েছেন করোনায়।
এদিকে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের আট চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ মোট ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আট জন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply