বিশেষ প্রতিবেদক, বরিশালঃ
করোনাকালীন দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার উপ আইন সম্পাদক তানজিম শাহরিয়ার। নিজ উদ্যোগে তার এলাকা বরিশালে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছেন।
শনিবার নগরীর জিলা স্কুল মোড়, বেলস পার্ক সহ বরিশাল শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার উপ শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহিম আমান সোয়াদ।
উপহার সামগ্রী তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার উপ আইন সম্পাদক তানজিম শাহরিয়ার।
এসময় তারা জানান, “বাংলাদেশ আওয়ামী নবীন লীগ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব লুৎফর রহমান সুইট তরুন সমাজের আইডল। তিনি তরুন সমাজেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত করতে ও মাদকমুক্ত তরুন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।তিনি সব সময়ই অসহায় মানুষের পাশে ছিলেন ও আছেন। তাই আমরা বরিশালে নিজ উদ্যোগে করোনা পরিস্থিতির শিকার অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি”।
Leave a Reply