1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

২০২১ সাল থেকে প্রাক-প্রাথমিকের মেয়াদ দুই বছর

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৯০৫ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির মেয়াদকাল ২০২১ সাল থেকে দুই বছর করতে যাচ্ছে সরকার। ৪ বছর বয়স থেকেই শিশুদের এই শ্রেণিতে ভর্তি করা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,প্রাক-প্রাথমিক শ্রেণি দুই বছর মেয়াদী করার প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আগামী বছর থেকেই পরীক্ষামূলকভাবে তার বাস্তবায়ন শুরু হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা কনসেপ্ট ডেভেলপ করেছি,সেখানেই বলা আছে কীভাবে কী করব। আগামী সোমবার একটি ভার্চুয়াল সভা করে আমরা পরিকল্পনা চূড়ান্ত করব।

জাতীয় শিক্ষানীতিতে পর্যায়ক্রমে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর কথা বলা আছে।সেটিরই প্রতিফলন ঘটতে যাচ্ছে।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫ বছরের বেশি বয়সী শিশুরা প্রাক-প্রাথমিকে ভর্তি করা হয়। তারা এই শ্রেণিতে এক বছর পড়াশোনা করে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন,আগামী বছর প্রথম দফায় দেশের ২ হাজার ৫৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই বছরের প্রাক-প্রাথমিক চালু করা হবে। পরের তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয়ে এই ব্যবস্থা চালু হবে।

নতুন করে এই শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ ছাড়াও শিশুদের যত্ন নেয়ার জন্য প্রতি বিদ্যালয়ে একজন কয়ে আয়া নিয়োগ দেয়া হবে।

বর্তমানে প্রাথমিক পর্যায়ে দেশে পড়ালেখা করছে পৌনে দুই কোটি শিশু। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৬২০টি।

২০১০ সালে স্বল্প পরিসরে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে সরকার। ২০১৪ সালে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছর মেয়াদি এই শ্রেণি চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION