1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বাধা ও হুমকি দিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৬৪৪ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি::

চরফ্যাসন উপজেলার সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বাধা ও প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি প্রদান করেছেন সদ্য অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ মোশারেফ হোসেন নসু, মোঃ কবির ও মোঃ মামুন।

রবিবার বেলা ২টার দিকে উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডে নুরাবাদ ১৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে রাস্তার উপর চার সাংবাদিকের সাথে এ ঘটনাটি ঘটে।
সাংবাদিকরা হলেন, মোঃ সামসুদ্দিন হাওলাদার দৈনিক কীর্তনখোলা দুলারহাট প্রতিনিধি ও সভাপতি ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন, চরফ্যাসন উপজেলা, এম, নোমান চৌধুরী দৈনিক আমার সংবাদ চরফ্যাসন প্রতিনিধি, মোঃ আকতারুজ্জামান সুজন দৈনিক আলোকিত সকাল চরফ্যাসন প্রতিনিধি ও মোঃ আরিফ হোসেন দৈনিক গনকন্ঠ চরফ্যাসন প্রতিনিধি।
জানা যায়, নুরাবাদ ৬নং ওয়ার্ড নুরাবাদ ১৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে কবিরের বাড়ীতে তার নিজ ঘরে কিছুদিনে যাবত একটি ছেলে দিন রাত বসবাস করতেছে। এ বিষয়টি নিয়ে এলাকায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হলে সাংবাদিকরা জানতে পেরে ওই বাড়ীতে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটি কবিরের ঘরে অবস্থানরত, সাংবাদিকরা ছেলেটির পরিচয় জানতে চাইলে সে বলে, আমি হাফেজ মোঃ ইউছুফ, এটা আমার শশুরের ঘর, সুমাইয়া আমার স্ত্রী, প্রায় চার মাস হয়েছে বিয়ে করেছি। এ সময় সুমাইয়ার পিতা মোঃ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি এবার এস এস সি পরীক্ষা দিয়েছে। মেয়েটির বয়স ১৮ বছরের কম হওয়ায় কাবিন করতে পরিনি। সংবাদ সংগ্রহের কাজ শেষ না হতেই সদ্য অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ মোশারেফ হোসেন নসু প্রথমে এসেই বলে এ বাড়ীতে প্রবেশ করার অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? সাংবাদিকরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরে সে সাংবাদিকদের আইডি কার্ড দেখতে চায়। সাংবাদিকরা আইডি কার্ড দেখানোর পরেও নসু, মোঃ কবির, মোঃ মামুনকে ও নাম না জানা আরো চার-পাঁচজন সহ সাংবাদিকদের দিকে তেড়ে এসে গালি-গালাজ করে এবং প্রকাশ্যে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়।
তাৎক্ষনিকভাবে এ বিষয়টি সাংবাদিকরা চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনকে মুঠোফোনে অবগত করেন।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, সাংবাদিকরা আমাকে বিষয়টি মুঠোফোনে অবগত করেছে। তবে লিখিত আকারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION