কোন এক বর্ষায় হারিয়ে গেছে কবিতা
— মোঃ শহিদুল ইসলাম (ইমরান)
হাজার বছর ধরে কবিতার তৃষ্ণাকে বুকে পুষে বেচেঁ আছি
একবার কবিতাকে ছুবো বলে বন্ধক দিয়েছি জীবনের সমস্ত।
তবু ও কোন এক বর্ষায় হারিয়ে গেছে কবিতা।
কদমের ঘ্রাণে কাটিয়েছি কত রজনী বর্ষার জলে ভিজে
সমস্ত জীবন ফুরায়েছি তাহারে খুজে।
কত বর্ষা এলো গেলো, দিনের শেষে রাত হলো
তবু ও কবু এলো না কবিতা।
সে আজ অন্তসত্তা, তার গায়ে এখন মায়ের গন্ধ
অথচো সে একদিন প্রেমিকা হবে বলে আমায় কথা দিয়েছিল।
Leave a Reply