1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ঈদের পর নোয়াখালীর হাট বাজারে প্রচুর ইলিশ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৬৬ জন সংবাদটি পড়েছেন।

সাজ্জাদ আল সানী:

ঈদের পর বাজারে দেখা যাচ্ছে মাছের মধ্যে শুধু ইলিশটাই বেশী।দাম ও মোটামোটি হাতের নাগালে।তার কারণ অনুসন্ধানে দেখা যায়। ইলিশের উৎপাদন বাড়ানো ও জাটকা রক্ষায় গত মার্চ ও এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা শেষে অভয়াশ্রমগুলোতে মাছ শিকারে নেমেছে জেলেরা। য়ার ফলে নোয়াখালী,চাদঁপুর,চট্টগ্রামের অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশসহ বিভিন্ন নদীর মাছের আমদানি কিছুটা বেড়েছে।

তাহলে কি ইলিশের মৌসুম কি শুরু হয়ে গেছে, এই প্রশ্নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান মোবাইলে সিএন প্রতিনিধিকে বলেন, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর মাস। তবে অনেক সময় নদীতে পানিপ্রবাহ ভালো হলে আগেই ইলিশের মৌসুম শুরু হয়ে হয়। এবারও তাই হচ্ছে। তিনি জানান, আগামী অক্টোবরে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। আগস্ট থেকেই ইলিশ বেশি পরিমাণে পাওয়া ভালো লক্ষণ।

সাধারণত মৌসুমের শুরুর দিকে বাজারে বড় ইলিশের কেজি হাজার টাকার বেশি থাকে। সংকটকালে সেটা দেড় হাজার টাকা পর্যন্ত হয়। আজ নোয়াখালী পৌর বাজার ঘুরে দেখা যাচ্ছে একটি এক কেজি ওজনের ইলিশ ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে,আর ৫০০/৬০০গ্রামের গুলো ৩৫০/৪০০টাকায় কেনতে পাওয়া যায়। যাকে মোটামুটি সহনীয় দামই বলছেন ক্রেতারা। দামে এবং চাহিদা অনুযায়ী ইলিশ ক্রেতার হাতের লাগালে থাকায় প্রশংসার দাবী রাখে বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর।ইলিশ উৎপাদনে জাতীয় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন সময়ে প্রচারিত প্রয়োজনীয় নিয়মনীতি গুলো জেলেরা আরো যথাযথ ভাবে পালন করলে আগামীতে এর চেয়ে দ্বিগুন মাছ নদীতে ধরা যাবে বলে জানান নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোতালেব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION