অনলাইন ডেস্কঃ বর্তমানে বাংলাদেশের অন্যতম আলোচিত দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালী। নিত্য নতুন অফার আর উদ্ভাবনী মার্কেটিংয়ে সব সময় একধাপ এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় এবং সমসাময়িক সংকটময় কালে ইভ্যালী প্রথমবারের মত ক্যাশ অন ডেলিভারি সুবিধা চালু করছে। ফলে একজন ক্রেতা পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ পাচ্ছেন।
এক বিবৃতিতে ইভ্যালি জানায়, আগামী ২৯ আগস্ট ২০২০ তারিখ থেকে ইভ্যালীর গ্রাহকেরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন। এ পদ্ধতিতে ক্রেতা পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ইভ্যালী ব্যালেন্স বা গিফট কার্ড থেকেও ৩০% মূল্য আগেই পরিশোধের সুযোগ রয়েছে। এক্ষেত্রে বাকি ৭০% মূল্য পন্য হাতে পেয়ে নগদ পরিশোধ করতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ক্যাশঅন ডেলিভারি মেথড কেবল মাত্র ইভ্যালী এক্সপ্রেস শপ ও ফুড আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পাঠকদের জন্য ইভ্যালীর অফিসিয়াল ফেসবুক পেইজের বিবৃতিটি হুবহু দেয়া হলঃ
“ইভ্যালি’র অগণিত সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, শুক্রবার শুধুমাত্র ফুড এবং এক্সপ্রেস শপ বন্ধ থাকবে। শনিবার থেকে পারশিয়াল ব্যালেন্স এবং পারশিয়াল ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস শুরু হবে। একটা অর্ডারে ইভ্যালি ব্যালেন্স বা গিফট কার্ড ব্যালেন্স ইউজ করা যাবে সর্বোচ্চ ৩০%, বাকি অ্যামাউন্ট ক্যাশ অন ডেলিভারি মেথডে পেমেন্ট করা যাবে। পেমেন্ট করা যাবে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও।”
Leave a Reply