নিউজ ডেস্ক: বরিশাল ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কর্পোরেশনে উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতিসহ নানা অভিযোগকে কেন্দ্র করে নগরীর উত্তর-পশ্চিম কাউনিয়ায় উত্তেজনা বিরাজ করছে। দুদিন ধরে সেখানে কয়েক হাজার লোক জড়ো হয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে সংঘাত এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
শুক্রবার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নেয়। ফলে বিসিক শিল্পনগরীতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিভিন্ন সূত্রে জানা যায়, বিসিক ব্যবসায়ী মালিক সমিতির নেতৃত্বের বড় ধরনের পরিবর্তন আসছে। অধিকাংশ ব্যবসায়ীরা বর্তমান সভাপতি মিজানুর রহমানের ওপর অনাস্থা দিয়েছেন। এবং তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বরিশাল সিটি কর্পোরেশন মেয়রের কাছে তুলে ধরে প্রতিকার চেয়েছেন ব্যাবসায়ীরা। বিসিকের পূর্বের কমিটি ভেঙে নতুন করে গঠনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করেন তারা।
সূত্র জানায়, বরিশাল ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) কর্পোরেশন উন্নয়নে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিলে সম্প্রতি কাজ শুরু হয়। সেই কাজে নানান অনিয়ম-দুর্নীতিসহ বরাদ্দের অর্থ লুটপাট অভিযোগ ওঠে। এই লুটপাটে বরিশালের দুই কথিত সাংবাদিক নেতার সম্পৃক্ত থাকার অভিযোগ উঠলে ব্যবসায়ীরা নড়েচড়ে বসে।
এক ব্যবসায়ী জানান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিললের নেতৃত্বে সকল ব্যবসায়ীরা সিটি মেয়রের সাথে সাক্ষাতের উদ্দেশে তার কালিবাড়ির বাসায় যান। সেখানে মেয়র ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর শান্ত থাকার পরামর্শ দেন। এসময় ব্যবসায়ীরা বর্তমান সভাপতি মিজানের বিরুদ্ধে অনাস্থা নেওয়ার পাশাপাশি পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করতে সহযোগিতা কামনা করেন। মেয়র পরামর্শমূলক মন্তব্য করেন ‘বিসিক উন্নয়নের স্বার্থে অধিকাংশ ব্যবসায়ী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই বাস্তবায়ন করবেন।’
Leave a Reply