1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫০৪ জন সংবাদটি পড়েছেন।

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথে দেবেই পাড়ি” এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আভাষ, নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, তরুন প্রজন্ম দিপ্তি নাদিয়া বালা, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, উন্নয়ন সংগঠক জাহানারা বেগম স্বপ্না, সাধনা বেপারী, লিংকন বাড়ৈ, কাজী নওশাদ, ফেরদৌসি বেগম মিলি, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যাস রেহানা বেগম, বিসিসি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিবাহিত নারীদের মধ্যে ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। আমাদের দেশে একাধিক নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধারার আইন থাকার পরেও নারী নির্যাতনকারীদের নিয়ন্ত্রন করা যাচ্ছে না। তাই সরকারের সংশ্লিষ্ট সহ আইন শৃঙখলা বাহিনীকে আরো কঠোরভাবে তাদের দায়ীত্ব পালন করার জন্য আহবান জানান।

নারী নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে নিজ নিজ এলাকায় স্বোচ্ছার হওয়ার জন্য সকল পরিবার ও এলাকাবাসির প্রতি আহবান জানান বক্তারা।

সমাবেশ ও মানববন্ধন শেষে নাগরিক উদ্যেগের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION