ক্যাম্পাস প্রতিনিধিঃ আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী লাইব্রেরিয়ান মিসেস ফরিদা ইয়াসমিন গত ২৬ শে জানুয়ারি (মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।
এক শোক বার্তায় তিনি বলেন, কলেজ লাইব্রেরির আধুনিকায়ন এবং ডিপ্লোমা-ইন-লাইব্রেরি সাইন্স কোর্সটিকে দেশসেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে তার অবদান অসামান্য।
তিনি বলেন, তাঁর অকাল প্রয়ানে কলেজের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। জনাব ফরিদা ইয়াসমিনের অকাল প্রয়ানে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তিনি মরহুমার আত্নার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply