1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। দেশ আলো বরিশাল বিএনপির নেতাদের মামলায় ফাঁসালেন যুবলীগ নেতা মতিন।। দেশ আলো বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা  পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার।। দেশ আলো বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ

আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে CPC উদ্ভোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৯৩ জন সংবাদটি পড়েছেন।

ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে “Career & Replacement Center” এর যাত্রা শুরু হয়েছে। যা দেশের কলেজের ইতিহাসে এই প্রথম। এটি শিক্ষার্থীদের জব গ্রুমিং ও চাকুরী প্রদানে সহায়তা করবে।

আজ সকালে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে “Career & Replacement Center” (CPC) -এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।

আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে CPC উদ্ভোধন (ছবি- দেশ আলো)

এসময় অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করে কোন শিক্ষার্থীকেই চাকরির বাজারে গিয়ে হতাশ হতে হবেনা। আমরা এসকল শিক্ষার্থীদেরকে সিপিসি’র মাধ্যমে ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিয়ে চাকুরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতর করে গড়ে তুলবো। সিপিস’ র মাধ্যমে কলেজে ছাত্র-ছাত্রীদের কে নিয়ে ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইংলিশ স্পিকিং কোর্স, পার্সোনাল গ্রুমিং সহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। তিনি বিভাগীয় প্রধানদের স্ব স্ব বিভাগের ছাত্র ছাত্রীদের সিপিসি’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রয়াত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মকবুল হোসেন মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্সুরেন্স, শমরিতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এমিকো ফার্মাসিউটিক্যালস, সিটি ইউনিভার্সিটি, পুরবী জেনারেল ইন্সুরেন্স, পান্না টেক্সটাইলস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীরা চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শর্মিলা চক্রবর্তী, আইনুন নাহার সুলতানা, রোজিনা ইয়াসমিন, আজিজুন্নাহারস, রেহানা বেগম, সৈয়দ মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম, শফি উদ্দীন বিশ্বাস, আজিজুল ইসলাম সহ অন্যান্য সিনিয়র শিক্ষক বৃন্দ।

উল্লেখ্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সি আই পি, আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় আজকের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ।

কলেজটিতে রয়েছে এইচএসসি সকল শাখা, ডিগ্রি পাস কোর্স, ১৪টি বিষয়ে অনার্স, ৩ টি প্রফেশনাল অনার্স, ৫ টি বিষয়ে মাস্টার্স এবং একবছর মেয়াদি এমবিএ ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সাইন্স। কলেজটির রেজাল্ট ও শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় ঢাকা বোর্ড কর্তৃক প্রকাশিত তালিকার এ ক্যাটাগরির কলেজ।

মানবিক গুণাবলি সমৃদ্ধ, জ্ঞানের আলোয় উদ্ভাসিত দক্ষ মানবসম্পদ তৈরির অনন্য এ প্রতিষ্ঠানটি গুণগত মানের শিক্ষাদানে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION