বরিশালে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে মেট্রোপলিটন পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে
সোমবার (৭ জুন) সকাল ১১ টায় বিএমপি’র কাউনিয়া থানা চত্বরে কাউনিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম বার)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সাধারণ মানুষের সুখ দুঃখে সবসময় আপনাদের পাশে আছি। আমরা আপনাদের অভাব, অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং সেগুলো ন্যায়সঙ্গত ভাবে সমাধানের চেষ্টা করি। আমাদের সেবা সমাজের সবার জন্য, সকল নাগরিকের জন্য।
অনুষ্ঠানে তিনি ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এবং আগত সকল ভুক্তভোগীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়াও তিনি বিট পুলিশিং কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করে বিট অফিসারদের স্ব স্ব এলাকার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নির্দেশ দেন।
করোনা প্রসঙ্গ তুলে ধরে নগর পুলিশ প্রধান বলেন, ভারতের সাথে সংযুক্ত বর্ডার এলাকাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি আমাদের বরিশালেও করোনায় আক্রান্ত দিনদিন বাড়ছে। সুতরাং করোনা প্রতিরোধ করার জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল মাস্ক ব্যবহার করা। বাইরে বের হলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে আইন শৃঙ্খলার বিরুদ্ধে কোন ছাড় নেই উল্লেখ করে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান (পিপিএম বার) বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিবো না। প্রার্থীদের যার যতটুকু জনপ্রিয়তা আছে সেটাকে পুঁজি করেই কাজ করবেন। তিনি বলেন, আপনাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলবেন। পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা আমাদের নির্ভয়ে জানাবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মোঃ এনামুল হক, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) শারমিন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ (কাউনিয়া থানা) মোঃ আজিমুল করীম সহ অন্যান্য পুলিশ সদস্যরা এবং কাউনিয়া থানা এলাকার সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে আসছে।
Leave a Reply