1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

বরিশালে লঞ্চের কেবিনে তরুণীর লাশ

  • প্রকাশিত : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২২২ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: ঢাকা-ব‌রিশাল নৌপথে একটি লঞ্চ থে‌কে শার‌মিন আক্তার (২৬) না‌মের এক তরুণীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার সকালে এম‌ভি কুয়াকাটা-২ লঞ্চটি বরিশাল নদীবন্দরে পৌছালে লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পু‌লিশের প্রাথ‌মিক ধারণা বিষয়‌টি হত‌্যাকাণ্ড।

জানা গেছে, নিহতের নাম শারমিন আক্তার। সে ঢাকার তেজগাও শিল্প এলাকার কুনিপাড়ার বাসিন্দা মো. এনায়েত হোসেন ফকিরের মেয়ে।

ল‌ঞ্চের লস্কর ‌মো. সোহাগ জানান, এক হাজার ৮০০ টাকায় স্বামী-স্ত্রী প‌রিচ‌য়ে দুজন কে‌বিন‌টি ভাড়া নিয়েছিলেন। সকা‌লে কে‌বিন‌টি বাইরে থে‌কে তালাবদ্ধ দেখ‌তে পাওয়া যায়। স‌ন্দেহ হ‌লে তালা খু‌লে কে‌বি‌নে ওই তরুণীর লাশ দেখ‌তে পাওয়া যায়। ঘটনার পর লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে সেখানে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ, নৌ পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা আসেন।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে আসল রহস্য বের হয়ে আসবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না সেটি নিশ্চিত জানা নেই। তবে আশা করছি, দ্রুত আসামিকে গ্রেফতারে সক্ষম হবো। নিহত তরুণীর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

সহকারী পুলিশ সুপার (নৌ পুলিশ) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর সুযোগ বুঝে ঘাতক কেবিন থেকে বের হয়ে লঞ্চের যাত্রীদের ভেতর মিশে যায়। ভোরে লঞ্চ ঘাটে ভেড়ানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

তিনি বলেন, লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিতের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। লঞ্চে দায়িত্বরত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাটির তদন্তে নৌ পুলিশ, কোতোয়ালি মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডি কাজ করছে

বরিশাল-ঢাকা নৌপথে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে প্রায়ই। এ বিষয়ে বরিশাল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন, ‘প্রতিবছর লঞ্চে এমন হত্যাকাণ্ড ঘটেই চলছে। এ ক্ষেত্রে লঞ্চগুলোতে নিরাপত্তার ঘাটতি রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষেরও উদাসীনতা রয়েছে। এসব হত্যাকাণ্ড রোধে লঞ্চের নিরাপত্তা জোরদার ও যাত্রীদের বিশেষ করে কেবিনের যাত্রীদের পূর্ণাঙ্গ ঠিকানা, পরিচয়পত্রের নম্বর সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION