স্টাফ রিপোর্টার: নতুন কর্মস্থলে যোগদান করলেও লকারের চাবি ফেরত দেয়নি নার্স পুতুল সুতার। স্ট্যান্ড রিলিজ হওয়ার দুই সপ্তাহ পার হয়ে গেলেও গুরুত্বপূর্ন লকারের চাবি ফেরত দেয়নি সিনিয়র স্টাফ নার্স পুতুল সুতার। চলতি মাসের ৬ জানুয়ারি প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টির কারণে সিনিয়র স্টাফ নার্স ও পুরুষ সার্জারী ইউনিট -২ এর ইনচার্জ পুতুল সুতারকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
স্ট্যান্ড রিলিজের পর বহাল তবিয়তে ব্যার্থ হয়ে ইতিমধ্যে নতুন কর্মস্থলে যোগদানও করেছে সে। কিন্তু স্ট্যান্ড রিলিজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুরুষ সার্জারি ওয়ার্ডের গুরুত্বপূর্ন লকারের চাবি ফেরত দেয়নি পুতুল সুতার। ফলে সরকারি কাজে বিঘ্ন ঘটছে। জানা গেছে, পুরুষ সার্জারী ওয়ার্ডের গুরুত্বপূর্ন বিভিন্ন কাগজপত্র ও মালামাল রয়েছে এই লকারে। আর নতুন ইনচার্জ ও হাসপাতালের প্রশাসনিক কাজে আবারও জটিলতা সৃষ্টি করতে লকারের চাবি নিয়ে নতুন কর্মস্থলে চলে যায় পুতুল সুতার। ফলে সরকারি কাজে বিঘ্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে লকারের চাবি ফেরত পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন নতুন ইনচার্জ সিমা বাড়ৈ ও নার্সিং সুপারভাইজার হাসিনা মমতাজ। গুরুত্বপূর্ন লকারের চাবির বিষয়ে সাক্ষাতে কথা হলে সদ্য যোগদানকৃত পুরুষ সার্জারি ওয়ার্ডের ইনচার্জ সিমা বাড়ৈ বলেন, দুই সপ্তাহ পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ন লকারের চাবি এখনও হাতে পাইনি। বিষয়টি আমি পরিচালক স্যারের কাছে জানাবো’। চাবি ফেরত না দেওয়ার কারন জানার জন্য স্ট্যান্ড রিলিজ হওয়া সিনিয়র স্টাফ নার্স পুতুল সুতারের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে নার্সিং সুপারিনটেনডেন্টকে আমি বিষয়টি দেখার জন্য বলবো।
Leave a Reply