আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বরিশালের ক্রিয়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল সিটি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯মে) নগরীর আমতলা এলাকায় ব্লাক কুইন রেষ্টুরেন্টে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মেহেদী হাসান (পলাশ) কে আহ্বায়ক ও মোঃ সাদ ইসলাম কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সাত জনকে যুগ্ম আহ্বায়ক ও ছয় জনকে সদস্য করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের প্রধান মোঃ সাদ ইসলাম এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— মেহেদী হাসান বাপ্পি, মোঃ বেল্লাল হাওলাদার, মোঃ মাজহারূল ইসলাম সাজিদ, মোঃ পিনটু, মোঃ রায়হান খান, আব্দুল্লাহ আল রাফি ও মোঃ রেজাউল হক নাহিদ।
কমিটির সদস্যরা হলেন- মোঃ সাব্বির আমিন, মোঃ জিহাদ তালুকদার, মোঃ ইয়ামিন, মোঃ আকিব খান, মোঃ মেহেদী হাসান ও মোঃ নাঈম।
এদিকে ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। এসময় ক্লাবটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাদ ইসলাম উপস্থিত সকলের মাঝে ক্লাবটির লক্ষ্য, উদ্দেশ্য ও ইতিহাস তুলে ধরেন।
নবগঠিত কমিটির সদস্য সচিব ও ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ সাদ বলেন, ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। বরিশালের ক্রীয়া অঙ্গনে আমি অবদান রেখে যেতে চাই। সিটি ক্লাবকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বরিশাল সিটি ক্লাবের নবগঠিত কমিটিতে দায়িত্ব প্রাপ্তগণ যথাযথ দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় বরিশাল সিটি ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।
Leave a Reply