1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

রেজিস্ট্রি অফিসে জমি ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: চাঁদা না দেয়ায় রেজিস্ট্রি অফিসে এক জমি ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। আহত কে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার সাথে থাকা নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। বৃহস্পতিবার(২১ জুলাই) বিকেল ৫ টায় রেজিস্ট্রি অফিসে এ হামলার ঘটনা ঘটে।

আহত কামাল অভিযোগ করে জানান, সে রুপাতলী আদর্শ সড়ক এলাকার বাসিন্দা এবং একজন জমি ব্যবসায়ী। তার কাছে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ জামাল, আলামিন, মোস্তফা ও বেল্লাল সহ অজ্ঞাত আরও ৪/৫ জনে তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন বিকেলে রেজিস্ট্রি অফিসে স্থানীয় এক লোকের সাথে ৩ লক্ষ ৩০ হাজার টাকায় সাব কওলা একটি জমির দলিল হয়। এ সংবাদ পেয়ে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ জামালের নেতৃত্বে বেল্লাল সহ অন্যান্যরা রেজিস্ট্রি অফিসে গিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে টাকা দিতে অপারগতা স্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তারা কামাল কে প্রথমে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।

কামাল আরও অভিযোগ করে বলেন, এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলাদেশ প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION