স্টাফ রিপোর্টার:
বরিশাল বিমানবন্দর থানাধীন কাশিপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২ যুবককে কুপিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
১৮ ডিসেম্বর রবিবার দুপুর বারোটার দিকে গণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে ইমন ও তার বন্ধু হাবিব। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইমন জানান, ইমন ও তার বন্ধু হাবিব প্রয়োজনীয় কাজে গণপারা সাত নং ওয়ার্ডে যাওয়ার সময় হঠাৎ প্রতিপক্ষ চন্নু ব্যাপারীর ছেলে আরাফাত, মোকসেদ মোল্লার ছেলে হাসান, দেলোয়ার মাস্টারের ছেলে তানজিল এবং তাদের সহযোগী তায়েব সহ কয়েকজন পরিকল্পিতভাবে ইমনকে পিটিয়ে তার দু,পা ভেঙ্গে দেয়। এ সময় হাবিব বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে কুপিয়ে যখম করেন আরাফাত সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে বলে আহতের-স্বজনরা জানান।
Leave a Reply