স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা কীটনাশক খাইয়ে কয়েকটি হাস ও মুরগি হত্যা করেছে ও বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকেল চারটায় চর হোগলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা ও চরমোনাই ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম হাওলাদার ও তার স্ত্রী মিনারা বেগম।
বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের জামাতা মিরাজ জানান, তার শশুর সেলিম হাওলাদার সাথে একই গ্রামের তাহের বেপারী ও তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। সেই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে তার শাশুড়ি মিনারার সাথে প্রতিপক্ষের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাহের বেপারী তার বেয়াই পিন্টু হাওলাদার সহ কয়েকজন পরিকল্পিতভাবে মিনারাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে সেলিম তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের মধ্যে মিনারাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সেলিমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply