স্টাফ রিপোর্টার।। পূর্ব শক্রতার জের ধরে বরিশাল নগরীর কাউনিয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা নিজেদের শরীরে আঘাত করে রহস্যজনক ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ জুন) দুপুর ১২ টায় কাউনিয়া থানাধীন উলান বাটনা মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মতিউর রহমান মল্লিক,স্ত্রী রানী বেগম ও ছেলে সাইফুল মল্লিক। আহতদের মধ্যে মতিউর রহমান ও তার স্ত্রী রানী বেগম শের-ই-হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মতিউর অভিযোগ করে জানান, তার সাথে তার ভাই আউয়ালের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে তার পুত্রবধূর সাথে আউয়ালের তুমুল ঝগড়া হয়। এ ব্যাপারে মতিউর আওয়ালের কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে আউয়াল তার স্ত্রী আনোয়ারা ছেলে রাব্বি মেয়ে লাভনী ও জামাতা নিরব সহ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোদাল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে রানী ও সাইফুল ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত মতিউর অভিযোগ করে আরো বলেন, আউয়াল ও তার পরিবারের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।
Leave a Reply